সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে আমি যে এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিয়েছিলাম সেগুলো উত্তর দিব। অনেকে আমাকে পার্সোনাল ভাবে অথবা আমাদের গ্রুপে আইসিটি পাঠশালা গ্রুপে রিকুয়েস্ট করেছিলেন যে ভাইয়া বাসার আমরা কিভাবে কোথায় প্রশ্নগুলোর উত্তর পাবো তো আমি অনেককে উত্তর দিয়েছিলাম যে তোমরা বই থেকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে নিও। তো তার মধ্যে অনেকেই উত্তর গুলো খুঁজে পান না বা খুঁজতে অনেক সমস্যা হয় 

উত্তর গুলো লিখে দিব। আর এই পোস্টটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই নিজের ফেসবুক আইডি টাইমলাইনে প্রোফাইলে শেয়ার করে দিবা তো এখনও জানা আমাদের সাজেশনটি ডাউনলোড করেন নাই আমি সাজেশন এর লিঙ্ক নিচে দিয়ে দিলাম তোমরা সেখান থেকে আরেক সাজেশন টা ডাউনলোড করে নেবা তারপর এইখানে আমি প্রশ্নগুলোর উত্তর নিচে দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে গুলো পড়ে নিবা 

১.তথ্য কি?? 

তথ্য হলো যেকোনো বিষয় সম্পর্কে উত্থাপিত যেকোনো ধরনের প্রশ্নের উত্তর ওই বিষয়টির সম্পর্কিত জ্ঞান কে সমৃদ্ধ করবে এই প্রশ্নের উত্তরে দুটি অংশ থাকতে হবে এদের একটি হল  ডেটা বা উপাত্ত এবং যেটি আসলে সংশ্লিষ্ট এর বৈশিষ্ট্যাবলী এর মান প্রকাশ করে এবং অপরটি হলো নলেজ যা সংশ্লিষ্ট বিষয়টি সত্যিকারের কি সে সম্পর্কে একটি বিমুর্ত ধারণা কে প্রকাশ করেন। 


২.তথ্য প্রযুক্তি কি বা কাকে বলে?? 

তথ্য বলতে সাধারনত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই বোঝানো হয় একে ইনফরমেশন টেকনোলজি বা আইডি নামে অভিহিত করা হয়। 


৩.বিশ্বগ্রাম কি বা কাকে বলে?? 

গ্লোবাল ভিলেজ ভাবি সগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুযোগ সুবিধা পায় এবং একে অপরের সেবা প্রদান করে অর্থাৎ গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ধারণা যোগাযোগ গোটা পৃথিবী কে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। 


৫.ইন্টারনেট কি বা কাকে বলে?? 

ইন্টারনেট এক বিশেষ ধরনের আধুনিক যোগাযোগ প্রযুক্তি যা বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারকে সংযুক্ত রাখার মাধ্যমে এসকল কম্পিউটারে একটি থেকে আরেকটিতে দ্রুতগতিতে ইন্টারনেট প্রটোকল নামক এক প্রমান্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। 

৬.ইমেইল কি বা কাকে বলে?? 

ইমেইল এর পূর্ণ অর্থ হল ইলেকট্রনিক মেইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস অর্থাৎ কম্পিউটার মোবাইল প্রভৃতি এর মাধ্যমে ডিজিটাল তথ্যআদান-প্রদান ব্যবস্থাকেই মূলত ইমেইল বলা হয়। 

৭.টেলিকনফারেন্সিং কি বা কাকে বলে?? 

টেলিফোন সংযোগ করে কম্পিউটার অডিও থেকে মডেম মডেম থেকে ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোন সভায় অংশগ্রহণ করার পর পদ্ধতিকেই টেলিকনফারেন্সিং বলা হয়। 


৭.ভিডিও কনফারেন্সিং কি বা কাকে বলে?? 

যে কোন ভৌগলিক দূরত্বে অবস্থানকারী একাধিক ব্যক্তিবর্গের মধ্যে   টেলিকমিউনিকেশন প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে সংঘটিত যে যোগাযোগ ব্যবস্থায় কথা বলার পাশাপাশি অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি বা পরোক্ষ ভাবে ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী একাধিক ভিডিও কনফারেন্সিং বলে।

৮.জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম কাকে বলে?? 

গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হলো এমন একটি স্যাটেলাইট নির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠের যেকোন স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায় 


৯.আউটসোর্সিং কি বা কাকে বলে?? 

অনলাইন মার্কেটপ্লেসের হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ খুঁজে নেওয়া ও সেটি সম্পাদন করার পর বায়ারের কাছে তার পেমেন্ট গ্রহন করার মাধ্যমে যে মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজে সৃষ্টি হয়েছে সেটিকে আউটসোর্সিং বলে 

১০.ই লার্নিং কি বা কাকে বলে?? 

ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা হচ্ছে এর লার্নিং ই লার্নিং পদ্ধতিতে যেকোনো সময় যেকোনো স্থানে জানাবা শিক্ষা উপকরণ এর প্রাপ্যতা নিশ্চিত করে বর্তমানে পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের ই লার্নিং পোর্টাল চালু হয়েছে 

১১.টেলিমেডিসিন কী?? 

মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যাপক প্রচলন এর ফলে চিকিৎসা ক্ষেত্রে ও প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে স্থানে অবস্থান করে টেলিফোন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে তথ্য প্রযুক্তির সাহায্যে রোগীকে চাক্ষুষ না দেখে ঔষধ দেবার ব্যবস্থা হল টেলিমেডিসিন। 

১২.স্মার্ট হোম কি বা কাকে বলে 

স্মার্টহোম হলো এমন একটি বাজে স্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম কুলিং সিস্টেম লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। 

১৩.ই-কমার্স কি বা কাকে বলে 

ইলেকট্রনিক কমার্স কে সাধারণত ই-কমার্স বলা হয় ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোন পণ্য বা সেবা বিক্রয়ের কাজটিকে ই-কমার্স বলে পণ্য বা সেবার উপাদান মার্কেটিং ডেলিভেরি  সার্ভিসিং মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ইলেকট্রনিক্স কমার্স বলে। 

১৪.ব্লগ কি বা কাকে বলে 

ইংরেজি ব্লগ শব্দটি এসেছে ওয়েব ব্লগ এর সংক্ষিপ্ত রুপ হিসেবে  যার বাংলা প্রতিশব্দ হলো ব্লগ।এটি এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা হিসেবে পরিচিত যিনি ব্লগে পোস্ট করেন তাকে বলা হয় ব্লগার। 

১৫.সামাজিক যোগাযোগ মাধ্যম কি বা কাকে বলে 

সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন এক ধরনের অনলাইন প্লাটফর্ম কে বুঝানো হয় যার মাধ্যমে এক ব্যক্তি অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে এবং নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক বা যেকোনো ধরনের মতামত আইডিয়া কার্যকলাপ প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইটে শেয়ার তথা আলোচনা বিতর্ক প্রভৃতি চালাতে পারে

১৬.ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে বা কি 

ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে বাস্তবে এর অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে সেই সাথে বাস্তবের নেয় শ্রবণা অনুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন 

১৭.ফ্লাইট সিমুলেশন কি বা কাকে বলে 

ফ্লাইট সিমুলেশন হল এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটি কে কাজে লাগিয়ে বিশেষায়িত কম্পিউটার সিস্টেম সমূহ যেমন ফ্লাইট সিমুলেটর সমূহের মাধ্যমে সিভিলিয়ান কিংবা মিলিটারি পাইলটদেরকে সত্তিকারের এয়ারক্রাফট ছাড়াই সেটি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। 

১৮.কৃত্রিম বুদ্ধিমত্তা কি বা কাকে বলে 

কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা প্রযুক্তিনির্ভর যন্ত্রের রূপ দেওয়ার ব্যবস্থা 

১৯.এক্সপার্ট সিস্টেম কি বা কাকে বলে 

এক্সপার্ট সিস্টেম হল একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোন বিষয়ে দক্ষ বাত বিশেষজ্ঞ করে তোলে।।

২০.ফাজি লজিক কি 

ফাজি লজিক হলো এক ধরনের লজিক যা সাধারণত সত্য এবং মিথ্যা মান গুলোর চেয়ে বেশি কিছু সনাক্ত করতে পারে।ফাজি লজিক দিয়ে প্রশ্ন বা সমস্যা কে সত্য ও মিথ্যার মানে উপস্থাপন করা যায়। 

২১.রোবটিক্স কি 

রোবটিক্স ও প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন নির্মাণ কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। 

২২.রোবট কি বা কাকে বলে 

রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব যা অনেক দুঃসহ কাজ করতে পারে।

২৩.একচুয়েটর কি বা কাকে বলে 

একচুয়াটর হল এমন এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিক ভাবে পরিচালনা বা নিয়ন্ত্রণ করা যায়। 

২৪.ক্রায়োসার্জারি কি বা কাকে বলে 

ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বভাবিক বাক রোগাক্রান্ত কোষ গুলোকে ধ্বংস করা যায় 

২৫.স্পেস স্টেশন কি বা কাকে বলে 

মহাশূন্যে বসে গবেষণা কার্যক্রম চালানোর জন্য পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন স্থাপন করা হয়েছে নির্দিষ্ট সময় অন্তর পৃথিবী থেকে গবেষকদের একটি দল স্টেশনে গিয়ে অবস্থান করেন এবং আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে দূর নক্ষত্রেসমূহের ওপর গবেষণা কার্য পরিচালনা করেন 

২৬.ক্যাম্প কি বা কাকে বলে 

কম্পিউটার এডিট মেনুফেকচারিং অর্থাৎ কে এম এর মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং ডিজাইন গুলোকে ফিনিশড প্রডাক্ট রূপান্তর করা হয় 

২৭.ক্যাড কি বা কাকে বলে 

কম্পিউটার এন্ড ডিজাইন অর্থাৎ পেটের ব্যবহার পণ্যকে প্রত্যক্ষ করতে এবং ডিজাইন তথ্যসমূহের সাথে যোগাযোগে ব্যবহৃত প্রচলিত স্কেচ ও প্রকৌশলীগত ড্রয়িং গুলোকে অপসারিত করছে এবং সে স্থানে কম্পিউটার গ্রাফিক্স কে প্রতিস্থাপন করছে।

২৯.বায়োমেট্রিক্স কি বা কাকে বলে 

বায়োমেট্রিক হল বায়োলজিক্যাল টাম আপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। 

৩০. বায়োইনফরমেটিক্স  কি বা কাকে বলে

জীববিজ্ঞান এর সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল লোহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। 

৩১.জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বা কাকে বলে 

কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। 

৩২.ন্যানোটেকনোলজি কি বা কাকে বলে 

ন্যানোটেকনোলজি বা ন্যানোপ্রযুক্তি হল পারমাণবিক বা মানবিকে স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস যেমন রোবট তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে 

৩৩.হ্যাকিং কি বা কাকে বলে 

প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে এম্বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয় 

৩৪.হ্যাকার কি বা কাকে বলে 

যারা ওয়েবসাইট এর মালিকের বিনা অনুমতিতে ওয়েবসাইটের ক্ষতি সাধন করে তাদেরকে হ্যাকার বলা হয়। 

৩৫.প্লেজিয়ারিজম কি বা কাকে বলে 

যেকোনো উৎসের লেখা সংযোজন করা হোক না কেন তাতে মূল লেখক বা মূল কর্মের স্রষ্টা নাম অবশ্যই সংশোধন করা উচিত এটি বিধান এর ব্যতিক্রম হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে এ ধরনের অপরাধে হল প্লেজিয়ারিজম। 

৩৬.ই গভর্নেন্স কাকে বলে বা কি 

তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে সরকারি সেবাসমূহ প্রদান করা এবং সরকারি কর্ম কাজকে পরিচালনা করাকে লেকে জাউঙ্গি গভর্নেন্স বলে 

প্রশ্নগুলোর উত্তর লিখেছেন -

মোহাম্মদ আসাদুজ্জামান আপন 

বি এস এস ইন ইকনোমিকস (অধ্যায়নরত )

সবাই পোস্টটি সবার ফেসবুকে শেয়ার করবে।।

ধন্যবাদ










Subject  short syllabus



Download  Compulsory Subject  short syllabus


Download Arts/Humanities Group short syllabus